দেশ লিড নিউজ

দিল্লিতে আগুন ধরানো হল ট্র্যাক্টরে, উত্তাল দিল্লি

দিনটি রবিবার হলেও সন্ধ্যে রাজধানীর বুকে জাঁকিয়ে বসতেই বিতর্কিত কৃষি বিলগুলিতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ফলে সেই বিল এখন আইনে পরিণত হয়েছে। কিন্তু সোমবার গোটা দেশ তোলপাড় হতে দেখা গেল তার জেরেই। স্বয়ং রাজধানী দিল্লিতে অভিনব প্রতিবাদে মেতে উঠল দেশের কৃষকরা। যার পরিণতি কোথায় শেষ হবে কেউ জানে না।
সোমবার থেকেই দেশের বিভিন্ন প্রান্ত ফের উত্তাল হয়েছে কৃষকদের বিক্ষোভে। দিল্লিতে পরিস্থিতি অগ্নিগর্ভ। ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভে আগুন ধরানো হয়েছে একটি ট্র্যাক্টরে। সেই বিক্ষোভ চলাকালীনই ওই ট্র্যাক্টরে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে ওই আগুন নিভিয়ে দেয়। তাদের দাবি, বিক্ষোভকারী কৃষকরা কংগ্রেসপন্থী স্লোগান দিচ্ছিল। এই অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
বিরোধী রাজনৈতিক দলগুলির অনুপস্থিতিতে বিলগুলি গত সপ্তাহে পাশ হয় রাজ্যসভায়। সেই বিলের বিরুদ্ধে এখনও দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ দেখাচ্ছে একাধিক কৃষক সংগঠন। বিজেপি’‌র সঙ্গ ত্যাগ করেছে পুরনো সঙ্গী অকালি দল। কংগ্রেসের নেতৃত্ব বিরোধী দলগুলি রাষ্ট্রপতির কাছে গিয়ে বিলের বিরুদ্ধে দরবার করে। তারা রাষ্ট্রপতির কাছে আবেদন জানায়, স্বাক্ষর না করে বিলগুলিকে পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠানো হোক। কিন্তু দেখা গেল উলটো চিত্রই।
বিলগুলি নিয়ে দেশের একাধিক রাজ্যের কৃষকেরা আশঙ্কা প্রকাশ করে বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁদের অভিযোগ, এই বিলকে হাতিয়ার করেই ফসলের ন্যূনতম সহায়ক মূল্য ছেঁটে ফেলা হবে। তাই দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ জারি আছে। পাঞ্জাবের বিভিন্ন জায়গায় রেল লাইনে বসে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। ব্যাহত হয়েছে ট্রেন চলাচল।