দেশ লিড নিউজ

Swine Flu: মানুষের শরীরে সোয়াইন ফ্লুর হদিশ

এবার দেশের বেশকিছু জায়গায় বাড়তে শুরু করেছে সোয়াইন ফ্লু। সোয়াইন ফ্লু বেশ জটিল একটি রোগ। খুব দ্রুত এই ভাইরাস ছড়িয়ে যেতে পারে। মনে রাখতে হবে, করোনার থেকেও বেশি সংক্রামক এই সোয়াইন ফ্লু। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা প্রতিটি মানুষকেই সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন। কেননা হরিয়ানায় ইতিমধ্যেই মানুষের শরীরে এই ভাইরাসের দেখা মিলেছে। যা চিকিৎসক মহলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। জানা গিয়েছে, যেখানে এই রোগ ছড়াচ্ছে, সেখানকার মানুষকে অবশ্যই মাস্ক পরতে হবে।

এর আগে কেরলের ওয়ানাড়ে একটি পশু খামারের মধ্যে বেশ কিছু শূকরের মৃত্যুর পরই নড়েচড়ে বসে প্রশাসন। তারপরই পরীক্ষা করে জানা যায়, আফ্রিকান সোয়াইন ফিভারে আক্রান্ত ওই পশুরা। পরে দেখা যায়, পার্শ্ববর্তী খামারগুলিতেও ওই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত, পূর্বেও উত্তরাখণ্ড,ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, সিকিম, বিহার, অসমেও আফ্রিকান সোয়াইন ফিভারের ভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছিল। যদিও এখনও পর্যন্ত এই ভাইরাসের কোনও প্রতিষেধক নেই। যা অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেরল সরকারের আধিকারিকরা এই দুটি খামারের ৩০০ শূকর মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে রোগ ছড়িয়ে পড়তে না পারে। এছাড়াও অন্যান্য যাবতীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

আফ্রিকান সোয়াইন ফ্লু প্রথম ধরা পড়েছিল দক্ষিণ মিজোরামের লুঙ্গলেই জেলার লাঙ্গসেন গ্রামে। গত বছরও এখানে এই একই রোগে প্রায় ৩৩ হাজার ৪১৭ শূকর মারা গিয়েছিল।