জেলা লিড নিউজ

সান্দাকফুতে ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ পর্যটক

সান্দাকফুতে ট্রেকিং করতে গিয়ে গভীর জঙ্গলে নিখোঁজ রাজ্যের দুই পর্যটক। জানা গিয়েছে, ওই পর্যটকদের বাড়ি উত্তর ২৪ পরগনার অশোকনগরের। নিখোঁজ দুই ব্যক্তির নাম ব্যক্তি দীপেশ সাহা (৪৮) ও বাবাই দে (৩৬)।

জানা গিয়েছে, নিখোঁজ দুই ব্যক্তি অশোকনগরের ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত ২৪ মে অশোকনগর থেকে ১৮ জনের একটি দল নেপালে গিয়েছিল। এরপর সেখান থেকে তারা যান সান্দাকফুতে। সেখান থেকে ফেরার পথে যান কালীপক্ষীতে। সেখানে জঙ্গলের মধ্যে ট্রেক করতে গিয়েছিলেন দীপেশ ও বাবাই। এরপরই ওই ঘন জঙ্গলের মধ্যে শনিবার পথ হারিয়ে ফেলায় সেখান থেকে আর বের হতে পারেননি তাঁরা।

রবিবার সকালে জঙ্গল থেকে স্ত্রী স্বপ্নাদেবীকে ফোন করেছিলেন দীপেশ সাহা। তিনি স্ত্রীকে ফোনে জানিয়েছেন, সেখান থেকে তাদের যেন কেউ উদ্ধার করে নিয়ে আসে। কারণ তারা কোনওভাবেই রাস্তা চিনতে পারছে না। এমনকী সেখানে কোনও খাবারও নেই। সারাদিনই না খেয়ে রয়েছেন তারা। এরপরই  দীপেশের পরিবারের তরফে যোগাযোগ করা হয়, অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর সঙ্গে। ইতিমধ্যেই নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধারের ব্যবস্থা করার জন্য জেলাশাসককে আবেদন জানান তৃণমূল বিধায়ক।