দেশ ব্রেকিং নিউজ

হিমাচলে পর্যটকদের ভিড়, বাড়ছে আতঙ্ক

দিল্লিতে চলছে প্রবল দাবদাহ। তার ওপর দেশে অনেকটাই নিয়ন্ত্রণে করোনার দ্বিতীয় ঢেউ। ফলে আবার আলগা হচ্ছে মানুষ। ঘরে থাকতে আর চাইছে না তাঁরা। দেশের নানা প্রান্তের বাসিন্দাদের গন্তব্য এখন হিমাচল প্রদেশ। গরম থেকে বাঁচতে হিমের দেশে পাড়ি দিতে চাইছেন অনেকেই। হিমাচল প্রদেশ আশার আলো দেখাচ্ছে অন্য রাজ্যগুলিকেও। সম্প্রতি সেই পর্যটকদের ভিড়ের ছবি ভাইরাল হতেই জোরালো প্রতিক্রিয়া শোনা গেল নেট পাড়ায়। সমালোচনার ঝড় উঠেছে।

সিমলা, কুফরি, নারকান্দা, ডালহৌসি, মানালির মতো জায়গায় ক্রমে ভিড় জমাচ্ছেন মানুষ। হোটেলগুলিতে বুকিং পাওয়া যাচ্ছে না পর্যন্ত। দিল্লি ও সংলগ্ন জায়গা থেকে তো বটেই, দেশের নানা প্রান্ত থেকে হিমাচলের পাহাড়ে পৌঁছচ্ছেন। বাঙালিরাও যোগ দিয়েছেন তাতে। পর্যটনের নামজাদা প্রতিষ্ঠান কুণ্ডু স্পেশালের কর্ণধার সৌমিত্র কুণ্ডু বলেন, ‘‌গত এপ্রিল থেকে জুন পর্যন্ত সবক’টি প্যাকেজ বাতিল হয়েছিল। কিন্তু চলতি মাসেই আমরা আবার হিমাচল প্রদেশ দিয়ে ফের যাত্রা শুরু করছি। এখন মানুষ হিমাচলে বেড়াতে যেতে অত্যন্ত আগ্রহী।’‌

উল্লেখ্য, হিমাচল প্রদেশ সরকার কোভিড–১৯ সম্পর্কিত নিষেধাজ্ঞাগুলি শিথিল করার পরে, বিশাল পর্যটকদের ভিড় জমে এই শৈলশহরে। ফলে ন্যাশনাল হাইওয়েগুলিতে ভয়ঙ্কর ট্র্যাফিক জ্যাম সৃষ্টি হয়। এদিকে, পার্কিংয়ের জায়গা না থাকায় এবং হোটেলগুলিতেও বুকিং পূর্ণ হয়ে যাওয়ায় শেষমেশ হোটেলে ‘রুম’ না পেয়ে নিজেদের গাড়িতেই রাত কাটান বেড়াতে আসা বহু মানুষ।

বর্তমানে কুলু জেলার অটল টানেল পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। গত রবিবার এই টানেল দিয়ে অন্তত ৬,৪০০ গাড়ি গেছে। যা রেকর্ড। আবার চম্বা জেলার ডালহৌসি, খাজ্জারে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

এই ছবি ভাইরাল হতেই সমালোচনা শুরু হয় নেটিজেনদের মধ্যে। তৃতীয় ঢেউ এর তোয়াক্কা না করেই এভাবে কোভিড বিধি শিকেয় তুলে বেড়ানোর নিন্দা করেন সোশ্যাল মিডিয়ার একাংশ। তাঁরা বলেন, এখন হোটেলে রুম পাওয়া যাচ্ছে না। কিন্তু নিয়ম নীতির তোয়াক্কা না করে এই ভিড়ের পড়ে হয়তো হাসপাতালগুলিতে আর শয্যা পাওয়া যাবে না আগামী দিনে।