বাড়ির উঠোনে টোটো চার্জে দিয়ে ঘুমিয়েছিলেন দম্পতি। সকালে উঠে দেখেন টোটো উধাও। পরিবারের একমাত্র উপার্জনের সম্বল চুরি হওয়ায় মাথায় হাত পড়ে দম্পতির। এরপর থানায় লিখিত অভিযোগ জানান টোটো চালক।
অভিযোগ পেয়ে টোটো চুরির তিন দিনের টোটো চুরি কান্ডের কিনারা করলো পুলিশ। ঘটনায় গ্রেপ্তার হলো দুই অভিযুক্ত যুবক। বৃহস্পতিবার দুপুরে ধৃত ২ যুবককে চাঁচোল মহকুমা আদালতে পেশ করল চাঁচল থানার পুলিশ।
পুলিশ সূত্র জানা গিয়েছে, ধৃত দুই যুবকের নাম, সোহেল আলী(১৯) ও আরিফ মোহাম্মদ (২২)। এদের দুজনের বাড়ি চাঁচোল থানার কনুয়া এলাকায়।
জানা গেছে, চলতি মাসের ৪ তারিখে চাঁচল থানার গৌড়হন্ড এলকার বাসিন্দা তাফাজুল হোসেন বাড়ির পাশে উঠোনে টোটো চার্জে দিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে উঠে তার চক্ষু চড়ক গাছ। দেখেন, বাড়ির উঠোনে রাখা টোটোটি উধাও হয়ে গিয়েছে। পরে তিনি টোটোর সন্ধানে চারিদিকে হন্যে হয়ে খুঁজতে থাকেন। বহু অনুসন্ধান করেও তার টোটোর তিনি খোঁজ পাননি।
অতঃপর টোটোর খোঁজ পেতে চাঁচল থানায় পুলিশের শরণাপন্ন হন তিনি। টোটো চুরি যাওয়া নিয়ে চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। টোটো চুরির অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে চাঁচোল থানার পুলিশ।
চুরি যাওয়ার দিন কয়েকদিনের মাথায় চাঁচল থানার জয় বাংলা এলাকা থেকে টোটো টিকে উদ্ধার করে পুলিশ ঘটনায় গ্রেফতার করা হয় দুই যুবককে। আজ ধৃত ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য চাঁচল মহকুমা আদালতে পেশ করে পুলিশ।