সাবস্ক্রিপশন না নিয়েও দেখা যাবে নেটফ্লিক্স। শুধুমাত্র মোবাইল রিচার্জ করলেই পেয়ে যাবেন এই সুবিধা। নেটফ্লিক্স ছাড়াও আনলিমিটেড কলিং, ডেটা ও এসএমএস-এরও সুবিধা পাবেন। একাধিক টেলকো সংস্থা ইতিমধ্যেই গ্রাহকদের জন্য এই সুবিধা নিয়ে এসেছে। কোন রিচার্জ প্ল্যানে এই সুবিধা মিলবে জানেন না! দেখে নিন
এয়ারটেল ১১৯৯ পোস্টপেড প্ল্যান
এয়ারটেলের এই প্ল্যানে গ্রাহকরা পাবেন ১৫০ জিবি ডেটা, আনলিমিটেড কলিং ও ১০০টি এসএমএস । সেইসঙ্গে একদম ফ্রি তে পেয়ে যাবেন নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও ও ডিজনি প্লাস হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশনও।
এয়ারটেল ১৪৯৯ পোস্টপেড প্ল্যান
এই প্ল্যানে গ্রাহকরা মোট ২০০জিবি ডেটার সঙ্গে পাবেন প্রতিদিন ১০০টি এসএমএস এবং আনলিমিটেড কলের সুবিধা। এই প্ল্যানেও নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও ও হটস্টারের বিনামূল্যে সাবস্ক্রিপশনের সুবিধা রয়েছে।
এয়ারটেল ছাড়াও এই সুবিধা দিচ্ছে জিও।
জিও ৩৯৯ পোস্টপেড প্ল্যান
এই প্ল্যানে ব্যবহারকারীরা পাবেন মোট ৭৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল ও ১০০টি করে এসএমএস। একইভাবে বিনামূল্যে নেটফ্লিক্স ও আমাজন প্রাইম ভিডিও-র সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন।
জিও ৫৯৯ পোস্টপেড প্ল্যান
জিও-র এই প্ল্যানে গ্রাহকরা ১০০ জিবি ডেটার পাশাপাশি আনলিমিটেড ভয়েস কল, ১০০টি এসএমএস পাবেন। রয়েছে নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও বিনামূল্যে সাবস্ক্রিপশনের সুযোগ।
জিও ৯৯৯ পোস্টপেড প্ল্যান
এই প্ল্যানে গ্রাহকরা পাবেন ২০০ জিবি ডেটা, তিনটি জিও সিম, আনলিমিটেড ভয়েস কল ও ১০০টি এসএমএস। তার সঙ্গে রয়েছে নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও বিনামূল্যে সাবস্ক্রিপশন।
জিও ১৪৯৯ পোস্টপেড প্ল্যান
এই প্ল্যানে মোট ৩০০ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, দৈনিক ১০০টি করে এসএমএস এর সঙ্গে মিলবে নেটফ্লিক্স, প্রাইম ও জিও অ্যাপসের সুবিধা এছাড়াও বাছাই কয়েকটি শহরে ইন্টারন্যাশনাল কলের সুযোগ থাকছে ব্যবহারকারীদের।