পদ্মাপারে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্ত হয়েছে এবং করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সর্বোচ্চ মানুষ মারাও গিয়েছেন। লকডাউন প্রত্যাহারের পর থেকেই বাংলাদেশের করোনা পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গিয়েছেন ৪৬ জন। ফলে করোনা শনাক্তের সংখ্যা ৮০ হাজার ছাড়াল।
এই পরিস্থিতিতে মহামারী মোকাবিলায় নগদ ১০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ করা হল বাংলাদেশের সাধারণ বাজেটে। ২০২০–২১ অর্থবর্ষের জন্য সংসদে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল। তিনি জানান, করোনা স্বাস্থ্য পরিষেবা খাতের আওতায় বর্তমানে সাড়ে ৫ হাজার কোটি টাকার বিশেষ কর্মসূচি রূপায়িত হচ্ছে। আগামী আর্থিক বছরের জন্য আরও ১০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর শুক্রবার জানিয়েছে, সব মিলে দেশে করোনা শনাক্ত হয়েছে ৮১ হাজার ৫২৩ জনের। মৃত্যু হয়েছে ১ হাজার ৯৫ জনের। নতুন মৃত্যু হওয়া ৪৬ জনের মধ্যে ৩৭ জন পুরুষ ও ৯ জন মহিলা। করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি জানান, শিশুরা অনেকদিন ধরে ঘরে বন্দি। তাদের বিষয়ে যত্নশীল হোন। সবার মানসিক স্বাস্থ্য উজ্জীবিত রাখতে হবে। ব্যায়াম করতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে।