টর্নেডোর তাণ্ডবে লণ্ডভণ্ড আমেরিকা। মিসিসিপিতে শক্তিশালী এই টর্নেডোর তাণ্ডবে ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তারই মধ্যে এখনও পর্যন্ত নিখোঁজ ৪ জন। ঝড়ের কারণে একাধিক বাড়ির ছাদ উড়ে গিয়েছে। রাস্তাঘাটে উপড়ে পড়েছে গাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে লোকালয়, দোকান-বাজার, রাস্তা সবকিছুই। বহু বাড়ি ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপেও অনেকের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। আহত হয়েছেন শহরের বেশ কয়েক জন বাসিন্দা।
এখনও পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা ব্যাহত বহু এলাকায়। সূত্রের খবর,শুক্রবার ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে আছড়ে পড়েছে টর্নেডো। অন্যদিকে,দুর্যোগের খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজে নামে বিপর্যয় মোকাবিলা বাহিনী,পুলিশ এবং দমকল। ইতিমধ্যেই হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।