দেশ ব্রেকিং নিউজ

টর্নেডোর তাণ্ডবে বিপর্যস্ত পাঞ্জাব

শুক্রবার বিকালে পাঞ্জাবের ফাজিলকা জেলার বুকাইনওয়ালা গ্রামে প্রায় ৩ বর্গকিলোমিটার এলাকা জুড়ে ধ্বংসলীলা চালায় টর্নেডো। বেশ কিছুক্ষণ সেখানে তান্ডব চালানোর পর তা ধীরে ধীরে পাকিস্তানের দিকে সরে যেতে শুরু করে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২৪ মার্চ এবং ২৫ মার্চ ঝড়ের পূর্বাভাস ছিল। তবে টর্নেডোর পূর্বাভাস আগে থেকে দেওয়া যায় না। মাত্র ৩-৪ ঘন্টা আগেই টর্নেডো সম্ভাবনা বোঝা যেতে পারে, এক্ষেত্রেও তা বোঝা গিয়েছিল। সেই কারণেই বড় ক্ষয়ক্ষতি হয়নি বলে মনে করা হচ্ছে।

স্থানীয়দের মতে, শুক্রবার বিকেলে আচমকাই আকাশ কালো করে ধেয়ে আসে টর্নেডো। খুব অল্প সময়ের জন্যই সেখানে তাণ্ডবলীলা চালিয়ে পাঞ্জাব সীমান্ত হয়ে পাকিস্তানের দিকে চলে যায় ঝড়টি। ঝড়ের দাপটে বেশ কয়েকটি বাড়িঘর ভেঙ্গে পড়েছে। গাছ উপড়ে পড়েছে রাস্তায়। তবে কোনও প্রাণহানি ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। তবে অন্তত ১০ জনের আহত হওয়ার খবর মিলেছে। তবে,ক্ষয়ক্ষতি পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। অন্তত ৫০ টি বাড়িঘর ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে। খেতের ফসল নষ্ট হয়েছে, একাধিক ফলের বাগানও তছনছ হয়ে গেছে। শতাধিক জীবজন্তুও আহত হয়েছে বলে খবর।