ঈদের উৎসবেও শান্তি নেই। সোমবার সকালেই রক্তাক্ত হল উপত্যকা। জম্মু–কাশ্মীরের কুলগামে ফের সেনাবাহিনী এবং সন্ত্রাসবাদীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভূস্বর্গ। নিরাপত্তা রক্ষীদের গুলিতে মৃত্যু হল এক শীর্ষ লস্কর–ই–তৈবা সন্ত্রাসবাদীর। প্রাণ গিয়েছে আরও এক সন্ত্রাসবাদীর। উপত্যকার বাসিন্দারা এদিন চোখ খুলেছে গুলির শব্দের মধ্যে দিয়ে।
সেনাবাহিনী সূত্রে খবর, মৃত সন্ত্রাসবাদী ‘এ’ ক্যাটেগরির। আধিকারিকরা জানান, মৃত লস্কর সন্ত্রাসবাদী বেশ কয়েক বছর ধরে সক্রিয় ছিল এবং বহু নাশকতার ঘটনায় তাদের হাত ছিল। ঈদের দিন নাশকতার উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল। যদিও তা বানচাল করে দেওয়া গিয়েছে। গোটা এলাকা ঘিরে রয়েছে সেনাবাহিনী। আর কোনও সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে কি না, তার খোঁজে তল্লাশি চলছে।
গোপন সূত্রে সন্ত্রাসবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে মীরওয়ানি গ্রামের বেশ কয়েকটি বাড়ি ঘিরে ফেলে সেনাবাহিনীর জওয়ানরা। কুলগামের মঞ্জগ্রামে অভিযান চালায় ৩৪ রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ এবং পুলিশ বাহিনী। তখন তাদের লক্ষ করে সন্ত্রাসবাদীরা এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। পালটা গুলি চালান জওয়ানরাও। আর এই গুলি বিনিময়ের মধ্যে দিয়ে তপ্ত হয়ে ওঠে ভূস্বর্গের ঈদের সকাল। দু’পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময় হয়। গুলিতে নিকেশ হয় দুই সন্ত্রাসবাদী।