টনসিল হলো আমাদের শরীরের প্রতিরোধ ব্যবস্থার একটি অংশ এবং আমাদের মুখের ভেতরেই চারটি গ্রুপে তারা অবস্থান করে। এদের নাম লিঙ্গুয়াল, প্যালাটাইন, টিউবাল ও অ্যাডেনয়েড। এই টনসিলগুলোর কোনো একটির প্রদাহ হলেই তাকে বলে টনসিলাইটিস। টনসিল বলতে আমরা সচরাচর যা বুঝি, তা কিন্তু আসলে টনসিলাইটিস। টনসিলাইটিস যে শুধু শিশুদের হয়, তা নয়। তবে এটি শিশুদের বেশি হলেও যে কোনো বয়সেই হতে পারে।
যেসব লক্ষণে বুঝবেন টনসিল ইনফেকশন-
১. গলাব্যথা ও খাবার গিলতে সমস্যা হওয়া এবং শরীরে ক্লান্তি ভাব।
২. জ্বর ১০২ ডিগ্রি-১০৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। সঙ্গে মাথাব্যথা ও বমির ভাব থাকতে পারে।
৩. কানে ও গায়ে ব্যথা হতে পারে।
৪. শিশুদের ক্ষেত্রে অনেক সময় মুখ দিয়ে লালা পড়তে দেখা যায়।
এসব সমস্যাকে টনসিলের তীব্র ইনফেকশন বলা হয়। এসন সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।