অপেক্ষার অবসান অবশেষে। পরাণ বন্দ্যোপাধ্যায় ও শকুন্তলা বড়ুয়া, দেব অভিনীত ছবি ‘টনিক’-এর মুক্তির দিন ঘোষণা করা হয়েছে। বাংলা ছবি ‘টনিক’ আগামী ৪ জুন মুক্তি পাবে। এই ছবি এক ইচ্ছেপূরণের গল্প বলতে আসছে। ছবিটি বানিয়েছেন, Zee বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’র পরিচালক অভিজিৎ সেন।
নিজের ছবি প্রসঙ্গে অভিজিৎ সেন বলেছিলেন, ”আমি টলি পাড়ায় আসছি, এটা আমার প্রথম ছবি। আশা করবো এটা সেরার সেরা হবে।”
এর আগে পাহাড়ি শহর কালিম্পঙে ছবির শ্যুটিংয়ের বেশকিছু ছবি ও ভিডিও সামনে এসেছিল। এই ছবির প্রযোজনা করছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ও বেঙ্গল টকিজ।