সরকারি জামাইদের জন্য সরকারি সুখবর। বুধবার ১৬ জুন জামাইষষ্ঠী উপলক্ষ্যে সমস্ত সরকারি দফতরে পূর্ণদিবসের জন্য ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। নির্দেশিকা অনুযায়ী, বুধবার রাজ্য সরকারের সমস্ত দফতর পুরো দিনের জন্য বন্ধ থাকবে। হ্যাট্রিক করে ক্ষমতায় আসার পর এটা একটা ছোট্ট পুরষ্কার বলে মনে করা হচ্ছে। এরপরই আসতে চলেছে আরও বড় পুরষ্কার। তবে সেটা কী? তা খোলসা করা হয়নি নবান্ন থেকে।
এখন করোনা পরিস্থিতিতে রাজ্যে জারি কড়া বিধিনিষেধ। বুধবার থেকেই কিছু বিষয়ে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
একইসঙ্গে ২৫ শতাংশ কর্মী নিয়ে সরকারি–বেসরকারি অফিস খোলার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু জামাইষষ্ঠী উপলক্ষ্যে ছুটি থাকার জন্য ১৭ তারিখ থেকে ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ করবে সমস্ত সরকারি অফিস। কর্মচারিদের যাতে অজুহাত দিয়ে ছুটি নিতে না হয় তাই এই পদক্ষেপ করা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই জামাইষষ্ঠীর দিনে পুরো ছুটিই পেয়ে আসছেন সমস্ত সরকারি কর্মীরা। ২০১১ সাল থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর জামাইষষ্ঠীর দিন হাফ ছুটি দেওয়ার কথা প্রথম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে গত দু’বছর অর্ধ দিবসের বদলে জামাইষষ্ঠীতে পুরো দিনই ছুটি দেওয়ার রীতি চালু করেছে রাজ্য সরকার।