লাইফস্টাইল

ত্বকের যত্নে টমেটো

টমেটোতে রয়েছে ভিটামিন এ, সি এবং কে। এছাড়া টমেটোর অ্যাসিডিক উপাদান ত্বকের যত্নে অনন্য। এটি যেমন ত্বক উজ্জ্বল করে, তেমনি ব্ল্যাকহেডস ও ব্রণ দূর করতেও টমেটোর জুড়ি নেই। জেনে নিন ত্বকের যত্নে কীভাবে ব্যবহার করবেন টমেটো।

১। টমেটো অর্ধেক করে কেটে মোটা দানার চিনি ছিটিয়ে কিছুক্ষণ ত্বকে ঘষুন। কুসুম গরম জল দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। দূর হবে ব্ল্যাকহেডস।
২। ব্রণ দূর করতে টমেটো খুব কার্যকর। এজন্য ১ টেবিল চামচ টমেটো পাল্পের সঙ্গে ১ চা চামচ লেবুর রস ও প্রয়োজন মতো ওটমিলের গুঁড়ো মিশিয়ে নিন। মিশ্রণটা ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
৩। ১ টেবিল চামচ টমেটো পাল্পের সঙ্গে ২ চা চামচ টক দই মিশিয়ে নিন। কিছুক্ষণ ত্বকে ঘষে ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল ও কোমল।
৪। সমপরিমাণ টমেটো ও পাকা পেঁপে ব্লেন্ড করে নিন। ত্বকে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।