সন্দীপ রায়ের শেষ দু’টি ফেলুদা-ফিল্ম ‘ডবল ফেলুদা’ এবং ‘বাদশাহী আংটি’তে প্রদোষচন্দ্র মিত্তিরের চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়। সূত্রের খবর, সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি গোয়েন্দা প্রদোষচন্দ্র মিত্তির ওরফে ফেলুদা চরিত্রে এবার নতুন মুখ আসতে পারে। আর এই চরিত্রে ভাবা হচ্ছে টলি অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকে। সন্দীপ রায়ের হাত ধরেই ফের বড় পর্দায় ফিরেছে ফেলুদা। তবে বিভিন্ন সময়ে সব্যসাচী চক্রবর্তী বা আবির চট্টোপাধ্যায়রা অভিনয় করেছেন।
কিন্তু এবার মুখ পরিবর্তন করতে চাইছেন পরিচালক। একই সঙ্গে প্রফেসর শঙ্কুকে নিয়েও অন্য গল্প বড় পর্দায় ফেরাতে চাইছেন সন্দীপ রায়। এর আগে ‘প্রোফেসর শঙ্কু ও এল ডোরাডো’ দর্শকের খুব ভাল লেগেছিল। ওই আইকনিক চরিত্রে অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায়। তিনিই শঙ্কুরূপে ফেরত আসবেন নতুন ছবিতে, একথা বলাই বাহুল্য।
সূত্রের খবর, দুটি ভিন্ন গল্প নিয়ে ছবি করবেন পরিচালক সন্দীপ রায়। তিনি ফেলুদার জন্য একজন বুদ্ধিদীপ্ত অভিনেতা খুঁজছেন। জানা যাচ্ছে, এই চরিত্রের জন্য ভাবা হয়েছে ইন্দ্রনীল সেনগুপ্তকে। ইতিমধ্যেই তাঁর একবার লুক টেস্ট হয়ে গিয়েছে বলে খবর। ইন্দ্রনীলের সুঠাম, মেদহীন দেহ, দীর্ঘ চেহারা এবং বুদ্ধিদীপ্ত চোখ ফেলুদার গড়নের সঙ্গে মানাবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। তবে কোনও কিছুই চূড়ান্ত হয়নি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ছবির কাজ শুরু করতে পারেন সন্দীপ রায়।
You must be logged in to post a comment.