করোনা সংক্রমনের রিপোর্ট খেলাধুলা ব্রেকিং নিউজ

শেষ পর্যন্ত কী বাতিল হচ্ছে টোকিও অলিম্পিক্স? বড় ইঙ্গিত আয়োজক কমিটির প্রধানের

শেষ পর্যন্ত কী বাতিল হচ্ছে টোকিও অলিম্পিক্স? এই প্রশ্নের উত্তর খুঁজছেন বিশ্বের তাবড় ক্রীড়াবিদ থেকে শুরু করে ক্রীড়াপ্রেমী মানুষ। এই বিষয়ে বড় ইঙ্গিত দিলেন টোকিও অলিম্পিক্স আয়োজক কমিটির প্রধান তোশিরো মুতো।

 

 

একটা জল্পনা ছিলই, সেটা আরও বাড়িয়ে দিলেন তোশিরো মুতো। ইতিমধ্যেই কয়েকজন অ্যাথলিটের কোভিড টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছিল। সেই সংখ্যা আরও বেড়েছে বলেই জানা যাচ্ছে, তবে তা প্রকাশ্যে আনেনি অলিম্পিক্স আয়োজক কমিটি। এই পরিস্থিতিতে তোশিরো মুতো জানিয়ে দিলেন,করোনা মোকাবিলার জন্য আয়োজক কমিটি সব রকম চেষ্টা করছে। কিন্তু তার পরেও যদি সে রকম পরিস্থিতি হয়, সেক্ষেত্রে বাতিল করা হতে পারে অলিম্পিক গেমস। ফলে জল্পনা আরও বাড়ল অলিম্পিক বাতিলের।

গত বছর এই করোনা সংক্রমনের জন্যই অলিম্পিক্স এক বছর পিছিয়ে গিয়েছিল। এই বছর অতিমারীর জেরেই দর্শকশূন্য স্টেডিয়ামে অলিম্পিক্সের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু গেমস ভিলেজে হানা দিয়েছে করোনা ভাইরাস। এই মুহূর্তে আরও কয়েকজন অ্যাথলিটের কোভিড টেস্টের রেজাল্ট নাকি পজিটিভ এসেছে। যদিও এই নিয়ে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি। এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আয়োজক কমিটির প্রধান তোশিরো মুতো বলেছেন, ‘করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যাটা ঠিক কী দাঁড়াবে, সেটা আগে থেকে আমরা বলতে পারব না। তবে এটা প্রতিরোধ করার জন্য আমরা আলোচনা চালিয়ে যেতে পারি। আপাতত পাঁচ সদস্যের কমিটি এই দিকে নজর রাখছেন বলেও জানিয়েছেন তিনি। তবে তিনি গেমস বাতিল প্রসঙ্গে বলেছেন, এই মুহুর্তে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যাটা আরও বাড়তে পারে বা কমতেও পারে। যদি দেখি, পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, সেই বুঝে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।