খেলাধুলা ব্রেকিং নিউজ

সোনা-রুপোর আশা শেষ, পুরুষ হকির সেমিফাইনালে হারল ভারত

হকিতে সোনা বা রুপো পাওয়ার যে আশা তৈরি হয়েছিল, তাতে জল ঢেলে দিল বেলজিয়াম। টোকিও অলিম্পিকের পুরুষদের হকি সেমিফাইনালে ভারতকে হারিয়ে দিল বেলজিয়াম। তবে ভারতের সামনে এখনও ব্রোঞ্জ পদক জয়ের আশা আছে। মঙ্গলবার ভোরে পুরুষদের হকির সেমিফাইনালে প্রথমার্ধের খেলায় হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছিল ভারত। ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় বেলজিয়ান দল। তবে ভারতের হয়ে সমতা ফেরান হরমনপ্রীত সিং। এরপর মনদীপ সিংয়ের গোলে এগিয়েও যায় ভারত। কিন্তু লিড ধরে রাখতে পারেনি মনদীপরা। গোল খেয়ে প্রথমার্ধ ২-২ শেষ করে ভারত। কিন্তু দ্বিতীয়ার্ধে পরপর দুটো পেনাল্টি গোল আদায় করে নেয় বেলজিয়াম। ফলে ম্যাচ থেকেই হারিয়ে যায় ভারত। খেলার শেষ লগ্নে ফের গোল করে বেলজিয়ান খেলোয়াড়। ফলে খেলা শেষ হয় ৫-২ গোলে। এবার ব্রোঞ্জ জেতার লড়াই ভারতের সামনে।