হকিতে সোনা বা রুপো পাওয়ার যে আশা তৈরি হয়েছিল, তাতে জল ঢেলে দিল বেলজিয়াম। টোকিও অলিম্পিকের পুরুষদের হকি সেমিফাইনালে ভারতকে হারিয়ে দিল বেলজিয়াম। তবে ভারতের সামনে এখনও ব্রোঞ্জ পদক জয়ের আশা আছে। মঙ্গলবার ভোরে পুরুষদের হকির সেমিফাইনালে প্রথমার্ধের খেলায় হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছিল ভারত। ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় বেলজিয়ান দল। তবে ভারতের হয়ে সমতা ফেরান হরমনপ্রীত সিং। এরপর মনদীপ সিংয়ের গোলে এগিয়েও যায় ভারত। কিন্তু লিড ধরে রাখতে পারেনি মনদীপরা। গোল খেয়ে প্রথমার্ধ ২-২ শেষ করে ভারত। কিন্তু দ্বিতীয়ার্ধে পরপর দুটো পেনাল্টি গোল আদায় করে নেয় বেলজিয়াম। ফলে ম্যাচ থেকেই হারিয়ে যায় ভারত। খেলার শেষ লগ্নে ফের গোল করে বেলজিয়ান খেলোয়াড়। ফলে খেলা শেষ হয় ৫-২ গোলে। এবার ব্রোঞ্জ জেতার লড়াই ভারতের সামনে।
সম্পর্কিত খবর
কেঁপে উঠল টোকিও অলিম্পিকের ময়দান
সূত্রের খবর, স্থানীয় সময় সকাল সাড়ে ৫টা নাগাদ হঠাৎ করে কেঁপে ওঠে জাপানের ইবারাকি এলাকা। জানা গিয়েছে, কম্পনের উৎসস্থল ভূমি থেকে ৪০ কিলোমিটার গভীরে।
অলিম্পিক ফুটবলে ব্রাজিল আর্জেন্টিনা থাকলেও নেই ইউরো চ্যাম্পিয়ন ইতালি
বিগত একমাস ধরে বিশ্বের ফুটবলপ্রেমী মজে ছিল ইউরো ও কোপা আমেরিকা ফুটবলের জাদুতে। আপাতত দুই মহাদেশের দুটি বৃহৎ টুর্নামেন্ট শেষ। আমরা সকলেই জানি, ইউরো চ্যাম্পিয়ন হয়েছে ইতালি এবং কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খেলাধুলার জগতে এরপর আসছে অলিম্পিক্স। যাকে বলা হয় ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’। আর এক সপ্তাহ পর আগামী ২২ জুলাই শুরু হবে টোকিও অলিম্পিক […]
৪১ বছর পর ইতিহাস, অলিম্পিক হকিতে ব্রোঞ্জ জিতল ভারত
জার্মানিকে উড়িয়ে অলিম্পিক হকিতে ব্রোঞ্জ জিতল ভারতীয় পুরুষ হকি দল। ক্রিকেট, ফুটবলের উন্মাদনার মধ্যে যেন হারিয়েই গিয়েছিল হকির গরিমা। কিন্তু মনপ্রীত, সিমরনজিৎরা লড়াই কিছুটা ফিরিয়ে দিলেন এবারের অলিম্পিকে পদক জিতে। বৃহস্পতিবার ভারতীয় পুরুষ হকি দল অলিম্পিকে জার্মানির বিরুদ্ধে খেলতে নেমেছিল ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে। ম্যাচের শুরুতেই এক গোলে পিছিয়ে যায় মনপ্রীতরা। কিন্তু সিমরনজিতের গোলে লড়াইয়ে ফেরে […]
You must be logged in to post a comment.