ব্রেকিং নিউজ রাজ্য

আজ থেকে মেট্রোয় চালু টোকেন, ভিড় বাড়ার আশঙ্কা

আজ থেকে মেট্রোয় ফের চালু হল টোকেন পরিষেবা। অর্থাৎ স্মার্ট কার্ডের পাশাপাশি আজ, মঙ্গলবার থেকে টোকেন কিনে যাতায়াত করতে পারবেন মেট্রো যাত্রীরা।তবে এক্ষেত্রে ভিড়ের পরিমান বাড়বে বলে মনে করছেন অনেকেই। ফলে ফের বাড়তে পারে করোনা সংক্রমণের গ্রাফ, এমন আশঙ্কা থেকেই যাচ্ছে।

করোনা পরিস্থিতিতে একাধিকবার টোকেন ব্যবস্থা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মেট্রোরেল। তবে সংক্রমণের হার একটু কমতেই যাত্রীদের সুবিধার কথা ভেবে তা আবার চালু করা হয়।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে টানা প্রায় ২০ মাস মেট্রোয় বন্ধ ছিল টোকেন পরিষেবা। সেসময় কেবল স্মার্ট কার্ড নিয়েই মেট্রোয় যাতায়াত করা যাচ্ছিল। এরপর ভাইরাসের প্রকোপ কিছুটা কমলে টোকেন ব্যবস্থা চালু করা হয়। কিন্তু ফের করোনার প্রকোপ বাড়লে আবারও বন্ধ রাখা হয় টোকেন সুবিধা।

করোনার তৃতীয় ঢেউয়ের গোটা পৃথিবী বেসামাল। বাদ যায়নি বাংলাও। তাই যাত্রীসুরক্ষার কথা ভেবে বন্ধ ছিল টোকেন পরিষেবা। এখন অতিমারীর ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে বাংলা।মেট্রো সূত্রে জানা গেছে, গতবারের মতো এবারও ইলেক্ট্রনিক আলট্রা ভায়োলেট রশ্মির সাহায্যে স্যানিটাইজ করে ব্যবহৃত টোকেন জীবাণুমুক্ত করা হবে। যে স্টেশনগুলিতে ভিড় বেশি সেখানে দু’টো টোকেন স্যানিটাইজ মেশিন থাকবে এবং অপেক্ষাকৃত কম ভিড় স্টেশনগুলিতে একটি করে মেশিন থাকবে। যাত্রীদের ব্যবহার করা টোকেনগুলি স্যানিটাইজ করতে মাত্র চার মিনিট সময় লাগে। উল্লেখ্য, গতবার টোকেন চালুর সময়ই মেট্রোর প্রতিটি স্টেশনে স্যানিটাইজেশনের জন্য বিশেষ মেশিন বসানো হয়।

তবে টোকেন ব্যবস্থা চালু হলে যাত্রীদের সুবিধা হবে বলেই মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ। তবে অনেকের আশঙ্কা, টোকেন চালু হলে মেট্রোয় ভিড় অনেকটাই বাড়বে।