করোনা আবহে দীর্ঘদিন ধরে মেট্রো পরিষেবায় বন্ধ ছিল টোকেন ব্যবস্থা। ফের চালু হচ্ছে টোকেন। জানা গেছে, মঙ্গলবার থেকেই টোকেন কিনে যাতায়াত করতে পারবেন মেট্রো যাত্রীরা । করোনা পরিস্থিতিতে টোকেন ব্যবস্থা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। প্রায় ২০ মাস বন্ধ থাকার পর নিত্যযাত্রীদের জন্য ফের চালু হচ্ছে টোকেন ব্যবস্থা।
টোকেন পরিষেবা বন্ধ হওয়ার পর শুধুমাত্র স্মার্ট কার্ড ব্যবহার করেই যাত্রীরা যাতায়াত করতে পারতেন। পরে মারণ ভাইরাসের প্রকোপ কিছুটা কমলে আবার টোকেন ব্যবস্থা চালু করা হয়। কিন্তু আবারও করোনার প্রকোপ বেড়ে যায়। তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলাতে ফের টোকেন বন্ধ করে দেওয়া হয় ।
বেশ কয়েকদিন ধরেই করোনা সংক্রমনের হার নিম্নমুখী সে কারণে বিধি-নিষেধের মেয়াদ বাড়লেও শিথিল করা হয়েছে অনেক নিয়ম। এবার যাত্রীদের সুবিধার্থে মঙ্গলবার থেকে স্মার্ট কার্ডের পাশাপাশি টোকেনও চালু করার সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ । সূত্রের খবর, গত বারের মতো এবারও টোকেনগুলি মেশিনের সাহায্যে জীবাণুমুক্ত করে নেওয়া হবে। ইলেক্ট্রনিক আলট্রা ভায়োলেট লাইটের সাহায্যে স্যানিটাইজেশন করা হবে বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ।
যাত্রীদের ব্যবহার করা টোকেনগুলি স্যানিটাইজ করতে বেশি সময় লাগবে না। মাত্র চার মিনিটেই হয়ে যাবে টোকেন স্যানিটাইজেশন।মেট্রো রেল সূত্রে জানা গেছে, যে স্টেশনগুলিতে বেশি ভিড় হয়, সেখানে দু’টো টোকেন স্যানিটাইজ মেশিন রাখার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি, কম ভিড় হওয়া স্টেশনগুলিতে থাকছে একটি করে স্যানিটাইজ মেশিন।