খেলাধুলা ব্রেকিং নিউজ

আজই শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ অধিনায়ক বিরাটের

এবারের টি-২০ বিশ্বকাপে আজ ভারতের শেষ ম্যাচ। যদিও প্রতিযোগিতার ময়দান থেকে আগেই ছিটকে গিয়েছে ভারতীয় দল। টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগেই অধিনায়ক বিরাট কোহলি ঘোষণা করেছিলেন, এই ফর্ম্যাটে তিনি আর জাতীয় দলের অধিনায়ক থাকবেন না। ফলে অধিনায়ক হিসেবে এটাই তাঁর শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ।বিরাটের সঙ্গে জাতীয় দলের কোচ রবি শাস্ত্রীরও শেষ ম্যাচ।  তাঁর বদলে নতুন কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন রাহুল দ্রাবিড়।
আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে বিরাটের রেকর্ড খুব ই ভালো। তাঁর নেতৃত্বে ভারতীয় দল ৪৯টি টি-২০ ম্যাচ খেলেছে। তার মধ্যে জয় পেয়েছে ২৯টি ম্যাচে, হার ১৬টি ম্যাচে এবং চারটি ম্যাচে কোনও ফল হয়নি। এমনকি অধিনায়ক হিসেবে টি-২০ ম্যাচে ভারতের হয়ে সবচেয়ে বেশি রানের অধিকারী বিরাটই। জাতীয় দলের হয়ে এই ফর্ম্যাটে তাঁর এখনও পর্যন্ত রান ১,৪৮৯। মহেন্দ্র সিংহ ধোনির পর বিরাটই টি-২০ ফর্ম্যাটে ভারতের দ্বিতীয় সফল অধিনায়ক।
ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে বিরাটের রেকর্ড দুর্দান্ত। তিনি ৩০টি ইনিংসের মধ্যেই ১,০০০ রান করে ফেলেন, যা বিশ্বে দ্রুততম। বিরাটই একমাত্র ভারতীয় টি-২০ অধিনায়ক, যাঁর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ সিরিজ জিতেছে ভারত।