রাজ্য

রাজ্যজুড়ে চলছে করোনা টিকাকরণ

আজ রাজ্যজুড়ে শুরু হয়েছে টিকাকরণ। প্রথম পর্যায়ে টিকা পাবেন প্রথমসারির করোনা যোদ্ধারা। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আপাতত রাজ্যে মোট ২০৭টি হাসপাতালে দেওয়া হবে টিকা। শহর কলকাতার ২০টি হাসপাতালে টিকাকরণের ব্যবস্থা করা হয়েছে।
জানা গিয়েছে, শহর কলকাতার এসএসকেএম, কলকাতা মেডিকেল কলেজ, আর জি কর মেডিকেল কলেজ, নীলরতন সরকার মেডিকেল কলেজ, ন্যাশানাল মেডিকেল কলেজ, চিত্তরঞ্জন সেবা সদন, স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন, বিধানচন্দ্র রায় শিশু হাসপাতাল, বেলেঘাটা আইডি হাসপাতাল, এম আর বাঙুর হাসপাতাল, কলকাতা পুরসভার বরো ২–এর অন্তর্গত হাতিবাগান এলাকার পুরপ্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ৩১, ৫৭, ৮২ ও ১১১ নম্বর ওয়ার্ডের পুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চলবে এই টিকাকরণ।
শহরের পাঁচটি বেসরকারি মেডিকেল হাসপাতাল—ঢাকুরিয়া আমরি হাসপাতাল, আর এন টেগোর হাসপাতাল, অ্যাপোলো হাসপাতাল, পিয়ারলেস ও টাটা মেডিকেল সেন্টারেও আজ প্রথমসারির করোনা যোদ্ধাদের দেওয়া হবে করোনা ভাইরাসের টিকা।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, হাসপাতালগুলিতে রেজিস্ট্রশন সেন্টার করা হয়েছে। সেখানে আধার কার্ড দেখিয়ে নাম ও পরিচয় যাচাই করিয়ে নিতে হবে টিকাগ্রাহকদের। টিকা নেওয়ার পর তাঁদের রাখা হবে পর্যবেক্ষণ কক্ষে। সেখানে নির্দিষ্ট সময় টিকা গ্রাহকের স্বাস্থ্যের ওপর নজরদারি চালানো হবে। টিকা নেওয়ার পর যদি কারোর শরীরে অসুস্থতা দেখা যায় সেক্ষেত্রে তাকে হাসপাতালে ভর্তি করা হবে। আজ ২০ হাজার ৭০০ স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে।