ব্রেকিং নিউজ রাজ্য

আজ, কাল বৃষ্টির সম্ভাবনা! কী বলছে হাওয়া অফিস

আবহাওয়ার নাটকীয় পরিবর্তন। সময়ের আগেই চলে এসেছিল শীত। আবার সবাইকে অবাক করে দিয়ে কোথায় যেন উধাও হয়ে গেল শীত।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূল ও উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। কলকাতা সহ খুবই সামান্য বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হাওড়া জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং ,কালিম্পং জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা কোচবিহার , আলিপুরদুয়ার এবং কিছুটা জলপাইগুড়িতে। আগামী তিন-চার দিন উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

সকাল থেকেই শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার আকাশ মেঘলা। কুয়াশার দাপট নেই বললেই চলে। রয়েছে উত্তুরে হাওয়া। ফলে হালকা শীত শহরজুড়ে। তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৮ ডিগ্রির আশপাশে। নভেম্বরের তৃতীয় সপ্তাহেও সেই ঠাণ্ডা নেই উত্তরবঙ্গে। এদিকে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন।

বুধবার থেকে পারদ নামবে। সপ্তাহান্তে রাজ্য জুড়ে জমিয়ে শীতের আমেজের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতার তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি থেমে যেতে পারে। জেলার তাপমাত্রা ১৫° কাছাকাছি।