রাজ্য লিড নিউজ

আজ শহর ভিজবে বৃষ্টিতে! কী বলছে হাওয়া অফিস?

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে রাজ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি। আজ সোমবার সকাল থেকে কালো মেঘে ঢাকা আকাশ, সঙ্গে রয়েছে বৃষ্টি। দক্ষিণবঙ্গের সাত জেলাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তবে মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নীচে রয়েছে। মঙ্গলবারের পর দিনের তাপমাত্রা বাড়বে আর কমবে রাতের তাপমাত্রা।

বীরভূম নদিয়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে সোমবারেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে পরিষ্কার আকাশের পূর্বাভাস রয়েছে।

তবে, দক্ষিণবঙ্গে এমন হলেও উত্তরবঙ্গে মূলত মনোরম আবহাওয়া বজায় রয়েছে। মালদহ ও দিনাজপুরে আকাশের মুখ ভার থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। অবশ্য উপরের দিকে জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না উত্তরবঙ্গে।