রাজ্য

আজ সন্ধ্যায় রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা

দুই ধরনের হাওয়ার সংমিশ্রণ ঘটছে পশ্চিমবঙ্গের বায়ুমণ্ডলে। তার জেরেই শনিবার সন্ধ্যার পর রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় শিলাবৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সান্দাকফু অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর।
জানা গিয়েছে, সোমবার থেকে বুধবার শীতের আরও একটা স্পেল আসবে রাজ্যে। কলকাতায় আজ পরিষ্কার আকাশ। বিকেল থেকে আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা। রাতে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির পূর্বাভাস। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে রাজ্যের সর্বত্র। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। যদিও এই তাপমাত্রাটি বর্তমান সময়ের স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা। দু’‌এক জায়গায় শিলাবৃষ্টি হতে পারে। উঁচু এলাকায় সামান্য তুষারপাত হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে।
কলকাতার উপকণ্ঠে এখনও যথেষ্ট শীত রয়েছে। ব্যারাকপুরে তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। দমদমে তা বেড়ে হয়েছে ১৫ ডিগ্রি। দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল উপকূলের কাঁথি। সেখানে তাপমাত্রা ১০.২ ডিগ্রি রেকর্ড করা হয়। কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলী, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া পুরুলিয়াতে বজ্রবিদ্যুৎ সহ দু’‌এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ ও বীরভূমে।