খেলাধুলা ব্রেকিং নিউজ

আজ কলকাতা বনাম মুম্বই, কারা সম্ভাব্য একাদশে

আইপিএল -র ১৪ তম ম্যাচে আজ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। হবে হাড্ডাহাড্ডি লড়াই। তার আগে দেখে নেওয়া যাক সম্ভাব্য একাদশে রয়েছেন কারা-

কেকেআরের সম্ভাব্য একাদশ- অজিঙ্ক রাহাণে, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রাণা, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), স্যাম বিলিংস (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, সুনী নারিন, টিম সাউদি, উমেশ যাদব, শিভম মাভি ও বরুণ চক্রবর্তী

মুম্বই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ- ঈশান কিষাণ (উইকেট কিপার), রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, আনমোলপ্রীত সিংহ, কায়রন পোলার্ড, টিম ডেভিড, ড্যানিয়েল স্যামস, মুরুগান অশ্বিন, জসপ্রীত বুমরাহ, টায়মল মিলস, বেসিল থাম্পি

আজ এই ম্যাচ অনুষ্ঠিত হবে পুণের এমসিএ স্টেডিয়ামে। সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে খেলা। খেলা শুরু হওয়ার ঠিক আধঘন্টা আগে টস হবে৷ বর্তমানে, কলকাতা নাইট রাইডার্স তিনটি ম্যাচের মধ্যে দুটি জিতে চার পয়েন্ট নিয়ে আইপিএল পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানে রয়েছে৷ অন্যদিকে, রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স পরপর ২টি ম্যাচে পরাজিত৷ প্রথম জয় ছিনিয়ে নিতে মরিয়া মুম্বাই ইন্ডিয়ান্স। বর্তমানে, মুম্বই ইন্ডিয়ান্স পয়েন্ট টেবলের তালিকায় স্থান‌ ৮ নম্বরে।

বুধবার পুনেতে সারাদিন রোদ থাকছে৷ কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের আজকের ম্যাচে বৃষ্টি হওয়ার সম্ভবনা নেই। তাপমাত্রা ২৩ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে৷ সন্ধ্যাবেলায় হাওয়ার গতি প্রতি ঘণ্টায় ১৬ কিলোমিটার হওয়ার সম্ভবনা রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৩৩ শতাংশ।