বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে মাঠে নামছে কেকেআর। প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই ম্যাচকে ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। জানা গিয়েছে, মাঠে খেলোয়াড়দের পারফর্ম্যান্স তো থাকছেই, দর্শকদের অতিরিক্ত বিনোদন যোগানোর জন্য থাকছে বিশেষ ড্রোন শো-র ব্যবস্থা। এদিন ভিআইপি বক্সে উপস্থিত থাকতে পারেন বলিউডের বাদশা শাহরুখ খান। মহানগরীর আকাশ রঙিন হয়ে উঠবে ড্রোন শোর রকমারি প্রদর্শনীতে। ম্যাচের টিকিটের চাহিদাও তুঙ্গে। জানা যাচ্ছে, কলকাতা ও ব্যাঙ্গালোর ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আশা করা হচ্ছে বৃহস্পতিবারের ইডেন কানায়-কানায় পূর্ণ থাকবে। ম্যাচ শেষে যাতে যাত্রীদের বাড়ি ফিরতে কোনও সমস্যা না হয় সেজন্য বিশেষ মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
বুধবার সাংবাদিক সম্মেলনে সিপিআরও মেট্রো কৌশিক মিত্র জানিয়েছেন, ” কলকাতাবাসীদের জন্য সুখবর, আইপিএল টুর্নামেন্টের কথা মাথায় রেখে ম্যাচ শেষে বিশেষ মেট্রোর ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। শহরে প্রতিটি আইপিএল ম্যাচের শেষে এই পরিষেবা মিলবে।” তিনি আরও জানিয়েছেন, ”এসপ্ল্যানেড থেকে এই বিশেষ মেট্রো ছাড়াবে রাত ১২ টা ১৫ মিনিটে। যেই মেট্রো যথাক্রমে দক্ষিণেশ্বর ও কবি সুভাষে পৌঁছবে ১২ টা ৪৮ মিনিটে।”