করোনা আবহেই এ বছর পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস। প্রত্যেক বছর ২০ নভেম্বর পালন করা হয় বিশ্ব শিশু দিবস। এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে, শিশুদের পরস্পরের প্রতি সুস্থ ও সুন্দর সম্পর্ক রচনা করা এবং সকল শিশুর কল্যাণের দিকে লক্ষ্য রাখা। শিশু অধিকার রক্ষার ক্ষেত্রেও দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে।
অতিমারীর জন্যে শিশুরা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে নানারকম ভোগান্তির মধ্যে দিয়ে গিয়েছে। করোনা তীব্র ভাবে শিশুদের ওপর এফেক্ট ফেলেছে। এছাড়াও, আবহাওয়ার পরিবর্তন, শিক্ষার বৈষম্য এবং শিশুদের মানসিক স্বাস্থ্যের বিষয়টিও শিশুদের সার্বিক অগ্রগতির ক্ষেত্রে নানা সময় নানা বাধা তৈরি করেছে।
সারা বছর ধরে পৃথিবীর কোথাও না কোথাও শিশুরা নানা ভাবে অত্যাচারিত হয়ে থাকে। সুস্থ ভাবে জীবন যাপনের ক্ষেত্রে তারা নানা বাধার সম্মুখীন হয়। তাদের সুস্থ ভাবে বেড়ে ওঠার জন্য তাদের চারপাশে একটা সুস্থ আবহ তৈরি করায় এই দিন উদযাপনের মূল লক্ষ্য।