রাজ্য লিড নিউজ

আজ তৃণমূলের শহিদ দিবস : লোকসভা ভোট নিয়ে কী বার্তা দেন মমতা, তাকিয়ে সবমহল

আজ ধর্মতলায় শহিদ দিবসের সমাবেশ করবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ২০২৪-এর লোকসভা ভোটের আগে এটাই শেষ ২১ জুলাইয়ের কর্মসূচি। শহিদ দিবসের সমাবেশে প্রধান বক্তা তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে দলের রণকৌশল কী হতে পারে সেই নিয়ে আজ বার্তা দিতে পারেন তৃণমূলের সুপ্রিমো।

সেখানে মমতা বন্দোপাধ্যায় ছাড়াও বক্তব্য রাখবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উপস্থিত থাকবেন বহু বিশিষ্ট ব্যক্তি। ২১ জুলাই বিজয়োৎসব পালনের কথা ছিল। কিন্তু এই দিনটিকে মমতা শ্রদ্ধা দিবস হিসেবে পালন করার কথা বলেছেন।

পঞ্চায়েত ভোটে বিপুল জয়ের পরে তৃণমূলের প্রথম সমাবেশ। কোচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ, দলে দলে তৃণমূল কর্মী সমর্থকরা এসে পৌঁছেছেন ধর্মতলায়।

২১শে জুলাইয়ের সমাবেশের নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফে। লালবাজার সূত্রের খবর, আজ কলকাতার রাস্তায় নামানো হবে অতিরিক্ত ৫ হাজার পুলিশ। থাকবেন ডেপুটি কমিশনার পদমর্যাদার ৩১ জন।