আজ শহীদ দিবস। প্রস্তুতি পর্ব প্রায় শেষ। ধর্মতলায় মঞ্চ থেকে দলনেত্রীর বক্তব্য শোনার জন্য ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে বিপুল পরিমাণে কর্মী সমর্থক চলে এসেছেন কলকাতায়।
উল্লেখ্য, এবার দলের নেতা-নেত্রীদের জন্য বিশেষ ড্রেস কোডের ব্যবস্থা করা হয়েছে। খোলা আকাশের নিচেই হবে সমাবেশ। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ধর্মতলা চত্বর। কঠোর পুলিশ-প্রশাসন। গত দুবছর অতিমারীর কারণে বন্ধ ছিল জন সমাবেশ। সেই কারণেই এবার উন্মাদনা অনেক বেশি।
দলের তরফ থেকেই বলা হয়েছে এবার রেকর্ড সংখ্যক লোক জমায়েত হবে। প্রায় আট থেকে দশ লক্ষ লোকের সমাবেশ হতে পারে বলে ধারণা। কলকাতার বিভিন্ন থেকে মোট ৮টি রুটে কর্মী সমর্থকরা যাবেন ধর্মতলায়। নিখুঁত ভাবে তাঁর নকশা বানানো হয়েছে। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে বিধানসরণী, কলেজ স্ট্রিট হয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে পৌঁছবে ধর্মতলা। অন্যদিকে হাজরা মোড় থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড হয়ে ধর্মতলা। এইভাবে মোট ৮ টি রুট মিলবে ধর্মতলার মোড়ে।
আগেই শহরের একাধিক রাস্তাকে বৃহস্পতিবারের জন্য ওয়ান ওয়ে ঘোষণা করা হয়েছে। বেশকিছু বেসরকারি স্কুল আগেই বৃহস্পতিবার ছুটি ঘোষণা করে দিয়েছে। গাড়ি নিয়ন্ত্রণে মানুষের ভোগান্তি হতে পারে, তার জন্য আগেই মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি শৃঙ্খলা বজায় রেখে সভায় আসা এবং শান্ত ভাবে বাড়ি ফিরে যাওয়ার কথাও বলেন তিনি।