আজ রবিবার বছরের তৃতীয় চন্দ্রগ্রহণ। তবে ভারত থেকে এই চন্দ্রগ্রহণটি দেখা যাবে না।
গ্রহণটির কেন্দ্রীয় গতিপথের বিবরণ থেকে জানা যায়, উপচ্ছায়া গ্রহণ শুরু হবে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে, সর্বোচ্চ গ্রহণ হবে প্যারাগুয়ের আসুনসিওন শহরে এবং গ্রহণ শেষ হবে পেরুর লিমা শহরে।
বিশ্বের ৪টি অঞ্চল থেকে দেখা যাবে এই গ্রহণ। লাতিন আমেরিকার সব দেশ। এছাড়া ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। আফ্রিকার দেশগুলো দেখতে পাবে। পশ্চিম ইউরোপের ব্রিটেন, স্পেন, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, ইতালিসহ বেশ কিছু দেশের মানুষ এই চন্দ্রগ্রহণ দেখতে পাবেন।