দেশ লিড নিউজ

আজ ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল

দেশের ৫ রাজ্যে বিধানসভা দখলের মহা যুদ্ধের ফলাফল ঘোষণা আজ। এই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন জাতীয় রাজনীতিতে ‘টার্ণিং পয়েন্ট’ হয়ে দাঁড়াতে পারে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। উত্তরপ্রদেশ, গোয়া, পাঞ্জাব, উত্তরাখন্ড এবং মণিপুর এই ৫টি রাজ্যেই বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা হতে চলেছে আজ।

উত্তরপ্রদেশে এখনো কাউন্টিং চলছে। এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে বিজেপি। গোয়ার দায়িত্বে রয়েছেন অভিষেক ব্যানার্জি। গোয়া ফলাফলের ওপর নজর রাখা হচ্ছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেবে অভিষেক। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা বসবেন বলে জানা গেছে।

প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, গোয়ায় সকাল থেকে বিজেপি কংগ্রেসের থেকে পিছিয়ে থাকলেও এবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে গেরুয়া শিবির। এই প্রতিবেদন লেখা অবধি গোয়ায় বিজেপি ১৯ আসনে এগিয়ে। অন্যদিকে কংগ্রেস ১১ আসনে। আম আদমি পার্টি ১টি ও তৃণমূল কংগ্রেস জোট ৪ আসনে এগিয়ে।

এখনও পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী গোয়ায় কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। গোয়ায় ম্যাজিক ফিগার জল ২১। বিজেপির সরকার গড়ার জন্য এখনও তাদের ২টি আসনে এগিয়ে গিয়ে জিততে হবে। অন্যদিকে, কংগ্রেসকে এখনও ১০ আসনে এগিয়ে জিততে যবে।