বিজ্ঞান-প্রযুক্তি

আজ বছরের শেষ সূর্যগ্রহণ

আজ ১৪ ডিসেম্বর দেখা যাবে বছরের শেষ সূর্যগ্রহণ। দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরের বিভিন্ন অঞ্চল থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে। একইসঙ্গে চিলি, আর্জেন্টিনার বিভিন্ন অঞ্চল থেকে দুপুরের পর সূর্যগ্রহণ দেখা যাবে।

আকাশ পরিষ্কার থাকলে দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্ত, দক্ষিণ-পশ্চিম আফ্রিকা, আন্টার্কটিকা থেকে আংশিক দেখা যাবে। চিলির সান্টিয়াগো, ব্রাজিলের সাও পাওলো, পেরুর লিমা, উরুগুয়ের মন্টেভিডিও সূর্যগ্রহণের সাক্ষী থাকবে। ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। কারণ যখন গ্রহণ হবে তবে স্থানীয় সময় সাতটা। উল্লেখ্য, জুন মাসে চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ হয়। ২০ জুনের ওই সূর্যগ্রহণ ৫ ঘণ্টা স্থায়ী ছিল।