রাজ্য লিড নিউজ

ডিএ-র দাবিতে ৪৮ ঘন্টার কর্মবিরতি, আজ প্রথম দিন

ডিএ-র দাবিতে আজ সোমবার ও মঙ্গলবার ৪৮ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছেন সরকারি কর্মীরা। অবিলম্বে ডিএ বা মহার্ঘ ভাতার দাবিতে ২০ এবং ২১ ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ। দাবি না মেটালে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার দাবিও করা হয়েছে।

তবে, শনিবার রাজ্য সরকারের তরফে জানানো হয়, কোনওরকম কর্মবিরতি মানা হবে না। সব সরকারি প্রতিষ্ঠানেই কাজ হবে। নির্দিষ্ট কারণ ছাড়া কাজে যোগ না দিলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। যিনি কাজে আসবেন না তাঁকে শোকজ লেটারও ধরানো হতে পারে। গরহাজিরকে ব্রেক ইন সার্ভিস বা নন ডাইস হিসাবে গণ্য করা হবে বলে হুঁশিয়ারি নবান্নের। ২৮ ফেব্রুয়ারি মধ্যে শোকজের উত্তরও দিতে হবে। যারা শোকজের উত্তর দেবেন না, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি নবান্নের।

উল্লেখ্য, মহার্ঘ ভাতার দাবিতে ২৭ জানুয়ারি থেকেই আন্দোলনে নেমেছেন রাজ্য সরকারি কর্মীরা। এরই মাঝে বুধবার রাজ্য বাজেটে ঘোষণা করা হয় যে মার্চ থেকে ডিএ বেড়ে ৬ শতাংশ হবে। তবে সরকারি কর্মীদের দাবি ছিল ডিএ বাড়িয়ে কেন্দ্রীয় হারে ৩৮ শতাংশ করবে হবে। এই আবহে আজ ও কাল ৪৮ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা করেছেন রাজ্য সরাকরি কর্মচারীরা।

জানা গিয়েছে, রাজ্য সরকারের কর্মীদের পাশে দাঁড়াতে ২১ ফেব্রুয়ারি কর্মবিরতি পালন করতে পারেন পশ্চিমবঙ্গে কর্মরত কেন্দ্রীয় সরকারের কর্মীরাও। তবে, এবার সরকারি তরফে নির্দেশিকা জারি করে বলা হয়, কাজ বন্ধ রাখা যাবে না। কাজে যোগ না দিলে কড়া পদক্ষেপ নেবে রাজ্য। যদিও বিভিন্ন সরকারি অফিসে এদিন সকাল থেকেই দেখা গেল সরকারি কর্মীদের একাংশ হাজরা খাতায় সই করলেও কর্ম বিরতিতে সামিল হয়েছেন। এমত পরিস্থিতিতে রাজ্য সরকার কী অবস্থান নেয় এখন সেটাই দেখার।