রাজ্য লিড নিউজ

By-Election: আজ রাজ্যের ৬ জায়গায় উপনির্বাচন

রাজ্যের ৬ টি জায়গায় উপনির্বাচন। ভোট রয়েছে চন্দননগর পুরনিগমে। গত নির্বাচনের ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী গোকুল পালের মৃত্যুর পর ফের উপনির্বাচন হচ্ছে। চতুর্মুখী তৃণমূল, কংগ্রেস, সি পি আই এম এবং বিজেপির প্রার্থীরা নির্বাচনে লড়ছেন। এদিকে ঝালদা ২ নম্বর ওয়ার্ডেও উপনির্বাচন রয়েছে। কাউন্সিলর তপন কান্দু খুনের পর তার এলাকায় উপনির্বাচন চলছে।

উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডেও উপনির্বাচন। নবনিযুক্ত ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্ত হত্যার পর তার এলাকাতেই চলছে উপনির্বাচন। পুলিশি কড়া নিরাপত্তায় পানিহাটি ৮ নম্বর ওয়ার্ডের সমস্ত বুথ। ভোট রয়েছে ভাটপাড়ায় একটি আসনেও। পুর নির্বাচনের ঠিক ২দিন আগেই মৃত্যু হয়েছিল বাম প্রার্থী বাবলী দে’র। সে কারণেই এই ওয়ার্ডে

ভোটগ্রহণপর্ব সম্পন্ন হয়নি। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী রবিবার ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচন চলছে ভাটপাড়া সেন্ট্রাল হিন্দু গার্লস হাই স্কুলে। ভোটের শুরুতেই অশান্তির ছায়া পড়ে ভাটপাড়া সেন্ট্রাল স্কুলের সামনে। অভিযোগ, পরিচয়পত্র ছাড়াই অনেকে ভোট দিচ্ছেন। বারংবার না করা সত্ত্বেও ফলস ভোট দিয়ে যাচ্ছে। অভিযোগ, এক একজন লোক ৫ টা করে ভোট দিচ্ছে। পুলিশের সামনেই ছাপ্পা ভোট চলছে।

সকাল থেকেই শুরু হয়েছে পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহন পর্ব। সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন। ভোটগ্রহ পর্বের মধ্যেই দেখা গেল এক অন্য ছবি। তৃণমূল প্রার্থী মীনাক্ষী দত্ত ও সিপিআইএম প্রার্থী চা খাচ্ছেন একসঙ্গে। পাশাপাশি আগরপাড়া শিশু বিদ্যাপীঠ ভোট কেন্দ্রে ভোট দিলেন তৃণমূল প্রার্থী মীনাক্ষী দত্ত।