কলকাতা ব্রেকিং নিউজ রাজ্য

আজ সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইন্স ডে, সকাল থেকেই মুখ ভার আকাশের!

বুধবার সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইন্স ডের দিন শহর কলকাতার আকাশ থাকবে মেঘলা। সন্ধ্যা ও রাতের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। উত্তুরে হাওয়ার কারণে রাজ্য জুড়ে শীতের আমেজ বজায় ছিল। উত্তরের জেলাগুলোতে ঠান্ডার প্রকোপ ভালোই রয়েছে।

এদিকে, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে রয়েছে বৃষ্টির ভ্রুকুটিও। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বুধবার দুপুরের পর থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভ্যালেন্টাইন্স ডে পর্যন্ত শীতের আমেজ থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণের জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলেই জানানো হয়েছে। বুধবারের পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ আরও কিছুদিন থাকবে।

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার সকাল থেকেই আকাশ রোদ ঝলমলে। সরস্বতী পুজো পর্যন্ত বঙ্গে বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে সকাল থেকেই আকাশ মেঘলা। শহর কলকাতার আকাশ মূলত পরিষ্কার। তিলোত্তমায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ বাড়বে।