জনপ্রিয় তারকা সলমন খান, যাঁকে বলিউড সুলতান, বলিউড ভাইজান, বিগ বসসহ নানা অভিধায় ভূষিত করেছেন অনুরাগীরা; আজ তার ৫৫তম জন্মদিন। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, তাঁর অনুরাগীরা এ সুপারস্টারের জন্মদিন পালন করছেন। করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সলমন এর আগে অনুরোধ করেছেন, তাঁর জন্মদিনে ভক্তরা যেন বাড়ির সামনে ভিড় না করেন। তবে গতকাল মধ্যরাতে মুম্বাইয়ের প্যানভেল খামারবাড়ির বাইরে পা রাখেন সলমন। পাপারাজ্জিদের সঙ্গে কেট কাটেন। সলমন পরেছিলেন নীল শার্ট ও জিন্স। এ সময় গণমাধ্যমকর্মীদের সলমন খান বলেন, মহামারির কারণে এ বছর জন্মদিন উদযাপনের কোনো পরিকল্পনা নেই তাঁর। বলেন, ‘এ বছর কোনো উদযাপন নয়। এটা শুধু আমি এবং আমার পরিবার, আর কেউ নয়।’ তিনি আরো বলেন, ‘এ ভয়াবহ বছরে জন্মদিন পালনের কোনো ইচ্ছেই আমার নেই। আশা করি, পরের বছর আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। আশা করি, আপনারা সবাই সুস্থ, সুখী ও নিরাপদ থাকবেন।’
বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে জনসাধারণের উদ্দেশে একটি বার্তাও দিয়েছেন তিনি। সেখানে ভক্তদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখা, কোভিড মহামারি ও সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে বাড়ির সামনে যেন কেউ ভিড় না করেন। তিনি মাস্ক পরতে ও স্যানিটাইজ করতেও পরামর্শ দেন। তিনি এ-ও জানিয়ে দেন, গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তিনি নেই।
১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন সলমন। তাঁর পুরো নাম আবদুল রশিদ সেলিম সলমন খান। তিন দশকের বেশি সময় ধরে হিন্দি চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। ফিল্মফেয়ার, জাতীয় চলচ্চিত্রসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।