ইসলাম ধর্মাবলম্বীদের শোকের মাসের নাম মুহররম। আরবী শব্দ ‘মুহররম’-র অর্থ হল পবিত্র। ইসলামের পবিত্র মহাগ্রন্থ আল কোরানে মহরম মাসকে পবিত্র মাস বলা হয়েছে। গভীর শ্রদ্ধা ও বেদনায় কারবালা প্রান্তরে শহীদ হাসান-হোসেনকে স্মরণ করলেন ইসলাম ধর্মাবলম্বীরা।
ইসলামের চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম মাসটিই হল মহরম। মহরম নাসের দশম দিনটিকে বলা হয় ‘আশুরা’। কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে শিয়া সম্প্রদায়ের অনেকে অনেকে শোকের উৎসব পালন করেন এই দিন।
উল্লেখ্য, আল্লাহের দ্বারা নির্ধারিত চার পবিত্র মাসের মধ্যে অন্যতম মহরম। ইসলামিক ক্যালেন্ডরের ৬১তম বছরের দশম মহরমের (আশুরা) দিনে কারবালার যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে ইমাম হুসেনের নির্মম হত্যা করা হয়। মহরমের মাস ইসলাম সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের জন্য ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে।