ভগবান বুদ্ধের জন্মবার্ষিকী পালন হয় বুদ্ধ পূর্ণিমায়। বুদ্ধ একজন আধ্যাত্মিক শিক্ষক ছিলেন যার শিক্ষায় বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত হয়েছিল। বিভিন্ন মত অনুসারে, ভগবান বুদ্ধ হলেন ভগবান বিষ্ণুর অবতার এবং তিনি এই পৃথিবীতে সমস্ত জীবের প্রতি অহিংসা ও করুণার বার্তা শেখাতেই এসেছিলেন।
বুদ্ধ পূর্ণিমার দিনে সারা বিশ্বের বৌদ্ধ ধর্ম অবলম্বনকারীরা বোধগয়ায় এসে বোধিবৃক্ষকে ঘিরে উৎসব করে। এই সময় ভগবান বুদ্ধের ২৫৮৬ তম জন্মবার্ষিকী। বৈশাখী পূর্ণিমায়, পবিত্র নদীর জলে স্নান করে রাতে চন্দ্রকে অর্ঘ্য নিবেদনের পর বাড়িতে ভগবান সত্যনারায়ণের উৎসব করার প্রথা রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে, চন্দ্রকে অর্ঘ্য নিবেদন করলে মানসিক শান্তি পাওয়া যায় এবং সুখ ও সমৃদ্ধি আসে।
এবছর পূর্নিমা তিথি ২২ মে বুধবার সন্ধ্যা ০৬ টা ৪৮ মিনিট থেকে শুরু হয়ে ২৩ মে বৃহস্পতিবার সন্ধ্যা ০৭ টা ২৩ মিনিটে শেষ হবে।