বিনোদন

‘আজ আমার জীবনের এক গভীর শোকের দিন’ – শর্মিলা ঠাকুর

সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকের ছায়া নেমেছে বিনোদন জগতে। কিংবদন্তি এই শিল্পীর মৃত্যুতে শর্মিলা ঠাকুর শোক প্রকাশ করেছেন। সৌমিত্রের সুদীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে ‘অপুর সংসার’, ‘দেবী’, ‘কিনু গোয়ালার গলি’, ‘বর্ণালী’, ‘অরণ্যের দিনরাত্রি’, ‘আবার অরণ্যে’ সহ একাধিক জনপ্রিয় ছবিতে সহ-অভিনেত্রী ছিলেন শর্মিলা ঠাকুর। সৌমিত্রের প্রয়াণে ভেঙে পড়েছেন শর্মিলা।

গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে শর্মিলা ঠাকুর বলেন, ‘ভীষণ ভীষণ খারাপ লাগছে। আজ আমার জীবনের এক গভীর শোকের দিন। অনেক দিন ধরেই ভুগছিলেন। আমরা ভেবেছিলাম শেষ পর্যন্ত সুস্থ হয়ে উঠবেন। উনি ছিলেন আমার বহু পুরনো বন্ধু। ওনার মতো কে আছে আর? উনার অভিনয়, নাট্য পরিচালনা, সাহিত্য যা অবদান, তা যে ঐতিহ্যের পত্তন করেছে, তা চিরন্তন। ওনার আবৃত্তি অসাধারণ। উনি চলে গেলেন, কিন্তু আমাদের মধ্যে অনেক দিন উনি বেঁচে থাকবেন। আজ আমি অত্যন্ত শোকাহত, বড় দুঃখের দিন। অরণ্যের দিনরাত্রি ছবির শ্যুটিংয়ে উত্তরবঙ্গের এক ডাক বাংলোয় সৌমিত্র, শুভেন্দু ও আমি ছিলাম। রোজ কাজের পরে আমাদের আড্ডা জমত নানান বিষয়ে। উনি এত বিষয়ে গভীর ভাবে জানতেন যে, বারে বারে মুগ্ধ হয়েছি। এই অভাব অপূরণীয়।’