উত্তরবঙ্গ ভাসলেও দক্ষিণবঙ্গে অসহনীয় হয়ে উঠেছে রোদের তাপে। অস্বস্তিকর গরমে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে। বৃষ্টির অভাবে গত কয়েকদিনে সর্বোচ্চ পারদ চড়ছিল হুহু করে। সেই অসহনীয় গরম থেকে কিছুটা স্বস্তি শুক্রবার সন্ধ্যার মধ্যেই মিলতে পারে গোটা দক্ষিণবঙ্গে। সন্ধ্যার মধ্যেই ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখছে আবহাওয়া দপ্তর। তাতে খানিকটা স্বস্তি পাবে রাজ্যের মানুষ বলে মনে করা হচ্ছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুক্রবার সন্ধ্যার মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তার জেরে কলকাতায় মাঝারি বৃষ্টি হতে পারে। গত কয়েকদিন তীব্র দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ। যেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গে। উল্লেখ্য, গত সপ্তাহের শনিবার আর রবিবার কলকাতায় প্রবল বর্ষণ হয়। সোমবার কলকাতায় বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গের বাকি জায়গায় বৃষ্টি হয়। কিন্তু তার পর থেকেই বৃষ্টি কার্যত উধাও।
রাজ্যের সর্বত্র প্রায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যায় ৩৯ ডিগ্রির ঘরে। জুলাই মাসে এরকম পারদবৃদ্ধি শেষ কবে হয়েছিল কার্যত মনেই পড়ে না। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে বর্ষা। তারই ফলস্বরূপ আজ সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই ঝাড়খণ্ড আর বিহার বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে গিয়েছে। ধীরে ধীরে তা বাংলার দিকেই এগিয়ে আসছে। শুক্রবার বিকেল থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলা আর উত্তরবঙ্গের মালদা আর দক্ষিণ দিনাজপুরে ঝড়বৃষ্টি হতে পারে।