To united all the nation,130 crore people, Modi has announced to light off today at 9pm for 9 minuets.
দেশ ব্রেকিং নিউজ

অকাল দীপাবলি রাত ৯টায়

করোনার বিরুদ্ধে ১৩০ কোটি ভারতবাসীর একত্রিত লড়াইকে সংঘবদ্ধ করতে রবিবার রাত ৯টা থেকে ৯.০৯ মিনিট পর্যন্ত ঘরের আলো নিভিয়ে প্রদীপ, মোমবাতি, টর্চ অথবা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা নিয়ে এখন সরগরম জাতীয় রাজনীতি।
দোকানে থরে থরে সাজানো রয়েছে প্রদীপ। লকডাউনের বাজারে প্রদীপ–মোমবাতিও দেদার বিকোচ্ছে বলে জানা গিয়েছে। পাওয়ার গ্রিড সংক্রান্ত সমস্যা এড়াতে বিভিন্ন বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলিও পরিকল্পনা সাজাচ্ছে। কেন্দ্রের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বাড়ির আলো নেভানো হলেও রাস্তার আলোগুলি সমানভাবেই জ্বলবে।
বিদ্যুৎমন্ত্রক জানিয়েছে—কম্পিউটার, টেলিভিশন, ফ্যান, রেফ্রিজারেটর, এসি চলবে। হাসপাতাল, থানা, পুরসভা, উৎপাদন কেন্দ্র–সহ জরুরি পরিষেবা কেন্দ্রগুলিতে আলো জ্বলবে। সমস্ত স্থানীয় কর্তৃপক্ষকে জন–নিরাপত্তার জন্য রাস্তার আলো জ্বালিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিশেষজ্ঞরা বলছেন, সর্বোচ্চ (পিক) বিদ্যুতের চাহিদা হঠাৎ করে নেমে যাওয়ার কারণে বিদ্যুৎ গ্রিডে স্যুইচ–অফ–স্যুইচ–অন প্রভাব ফেলতে পারে। লকডাউনের কারণে এক বছর আগের তুলনায় গত ২ এপ্রিল এই পরিমাণ ২৫ শতাংশ কমে ১২৫.৮১ জিডব্লিউ (গিগাওয়াটস) ঠেকেছে।