রাজ্য

রাজ্যের নতুন ডিজি কে?

আজ অবসর নিচ্ছেন রাজ্য পুলিশের ডিজি সি বীরেন্দ্র। কিন্তু, তাঁর জায়গায় কে আসবেন?‌ এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। কারণ এখনও পর্যন্ত জানে না রাজ্য সরকার। অথচ দু’‌মাস আগে রাজ্য পুলিশের ডিজি পদের জন্য ২১ সিনিয়র অফিসারের নাম পাঠানো হয়েছিল নয়াদিল্লিতে। কেন্দ্রের এই উদাসীনতায় প্রচণ্ড বিরক্ত নবান্ন।

আজ রাজ্য পুলিশের ডিজি পদ থেকে অবসর নিচ্ছেন বীরেন্দ্র। নিয়ম অনুযায়ী, ৩ মাস আগে সিনিয়র অফিসারদের নামের তালিকা পাঠাতে হয় রাজ্যকে। সেখানে সরকার অবশ্য দু’‌মাস আগে ২১ জন সিনিয়র অফিসারের তালিকা পাঠিয়েছে। সেখান থেকে ৩ অফিসারের নাম পাঠানোর কথা কেন্দ্রের ইউপিএসসি কমিটির। সেখান থেকে বেছে নিতে হয় রাজ্য সরকারকে। কিন্তু সেই নাম আসেনি।

নবান্ন সূত্রের খবর, তালিকায় মনোজ মালব্য, সুমন বালা সাহু, গঙ্গেশ্বর সিং, নীরজ নয়ন পান্ডের মতো অফিসারদের নাম রয়েছে। আজ দুপুরের মধ্যে কেন্দ্রীয় সরকার কোন নাম না পাঠালে রাজ্য সরকার একতরফাভাবে অস্থায়ী ডিজির নাম ঘোষণা করে দেবে। কেন্দ্রীয় সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বিপাকে পেলতে চাইছে বলে অভিযোগ উঠেছে।