শুক্রবার রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ভারতীয় জনতা পার্টি-র বিধায়ক ভজনলাল শর্মা। এদিন তাঁর সঙ্গে শপথ নেবেন দুই উপমুখ্যমন্ত্রী দিয়া কুমারী ও প্রেমচাঁদ বৈরওয়াও।
রাজধানী জয়পুরের রামনিবাস বাগের অ্যালবার্ট হলে দুপুর ১২টা ১৫ মিনিটে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং আরও অনেক কেন্দ্রীয় নেতা।
অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় মন্ত্রী শাহ, নীতিন গড়কড়ি, স্মৃতি ইরানি, পীযূষ গয়াল, ধর্মেন্দ্র প্রধান, প্রহ্লাদ যোশী, অশ্চিনী বৈষ্ণব, গজেন্দ্র সিং শেখাওয়াত, ভূপেন্দ্র যাদব, হরদীপ সিং পুরি, অনুরাগ ঠাকুর, অর্জুনরাম মেঘওয়াল, নিত্যানন্দ রাই, এসপি সিং বাগহেল প্রমুখ। এছাড়াও রাজ্যের এক লক্ষেরও বেশি মানুষ এই অনুষ্ঠানের সাক্ষী থাকবেন।