বিনোদন ব্রেকিং নিউজ

১৩ বছর পর আজ কলকাতায় ভাইজান, প্রথমেই যাবেন মুখ্যমন্ত্রীর বাসভবনে

বহুদিন ধরেই কথা ছিল কলকাতায় আসবেন সলমন। তবে সাম্প্রতিক সময়ে খুনের হুমকি সহ নানা কারণে সলমনের কলকাতায় আসা পিছিয়ে যাচ্ছিল। দীর্ঘ ১৩ বছর পর কলকাতায় পা রাখতে চলেছেন ভাইজান। তাই এই সফর ঘিরে রয়েছে আলাদা উত্তেজনা। শনিবার সকালেই কলকাতায় পৌঁছবেন ভাইজান। কলকাতায় এসেই ভাইজান যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।

শনিবার রাতে সলমনের অনুষ্ঠানে যোগ দিতে আসছেন বহু বলিউড তারকা। জ্যাকলিন ফার্নান্ডেজ, ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, প্রভুদেবা, গুরু রনধাওয়া-সহ আরও অনেক বড় নাম থাকবে সেটাই স্বাভাবিক।

জানা যাচ্ছে, কলকাতায় সলমনের এই শোয়ের উদ্যোগ নিয়েছেন সোহেল খান এন্টারটেইনমেন্ট। শনিবার সন্ধ্যা ৬টা থেকে ইস্ট বেঙ্গল মাঠে সলমনের ‘দা-বাং, দ্য ট্যুর রিলোডেড’ শো রয়েছে। আর সেই শোয়ে অনেক চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য।