যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্ব দেওয়া হল রাজন্যা হালদারকে৷ রাজন্যাকে সভাপতি বেছে নেওয়ার পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের পর্যবেক্ষক সঞ্জীব প্রামাণিককে ইউনিটের চেয়ারপার্সন করেছে তৃণমূল৷ টিএমসিপি রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য শুক্রবার রাতে রাজন্যা হালদার ও সঞ্জীবের নাম ঘোষণা করেন।
বর্তমানে দক্ষিণ ২৪ পরগনার টিএমসিপি’র সহ-সভাপতি রাজন্যা হালদার৷ গত একুশে জুলাই তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে গান গেয়ে এবং বক্তৃতা দিয়ে রাজনৈতিক মহলের নজরে এসেছিলেন। তারপর থেকে শোনা যাচ্ছিল রাজন্যা হালদার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। এরই মাঝে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র-মৃত্যু নিয়ে ধারাবাহিক আন্দোলন চলছে। বিভিন্ন বাম ছাত্র সংগঠনও বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছে। কোথাও কোথাও এ নিয়ে শাসক দলের ছাত্র সংগঠনের সঙ্গে অন্য বাম ছাত্র সংগঠনের সংঘর্ষও বাধে। তৃণমূলের তরফে সামনে থেকে নেতৃত্ব দেন রাজন্যা। এবার সেই যাদবপুরেই বড় দায়িত্ব পেলেন রাজন্যা।
উল্লেখ্য, যাদবপুর ছাড়াও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি ইউনিটের পর্যবেক্ষকের দায়িত্বেও রয়েছেন রাজন্যা৷ আবারও তাঁকে নতুন দায়িত্ব দিল দল।