চুঁচুড়ার তৃণমূল কংগ্গেস পঞ্চায়েত সদস্যের বাড়িতে ‘গুলি’ চালনার ঘটনায় তদন্তে নামলেন ডিসি চন্দনগর তথাগত বসু। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। গুলির চিহ্ন দেখে তাঁর অনুমান, বাইরে অনেকটা দূর থেকে গুলি চালানো হয়েছে। নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে গুলি চালানো হয়নি বলেই মনে করছেন তিনি।
সোমবার বেশি রাতে ব্যান্ডেল নলডাঙার বাসিন্দা বিজন মল্লিকের বাড়িতে গুলিচালনার অভিযোগ ওঠে। তিনি কোদালিয়া–২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য। বিজন মল্লিক জানান, ঘটনার সময়ে তিনি বাড়িতে ছিলেন না। বাড়ির বাইরে থেকে গুলি চালানো হয়। একটি গুলি দরজার কাঁচ ভেঙে ঢুকে যায়।
আতঙ্কিত হয়ে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে যান চুঁচু্ড়া থানার আই সি অনুপম চক্রবর্তী। কী কারণে গুলি চালানো হল তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের অনুমান, শুধু ভয় দেখাতেই গুলি ছোড়া হয়েছে। যদিও বিজেপি নেতা সুরেশ সাউয়ের দাবি, এটা তাঁদের নিজেদের বুথ দখলের ঘটনার কারণে হয়েছে।
এলাকা ঘুরে ডিসি বলেন, ‘বাইরে থেকে গুলি চালানো হয়েছে। চিহ্ন দেখে মনে হচ্ছে অনেকটা দূর থেকে চালানো হয়েছে। নির্দিষ্ট করে কাউকে লক্ষ করে গুলি চালানো হয়নি।তদন্ত করে দেখা হবে কি উদ্দেশ্যে কারা গুলি চালিয়েছে।