ব্রেকিং নিউজ রাজ্য

দুটো স্ট্রোকেই বেহাল তৃণমূল, তৃতীয় স্ট্রোকে দল কোমায় যাবে: দিলীপ ঘোষ

সোমবার সকাল থেকে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একাধিক কর্মসূচিতে হাজির হয়েছিলেন বিজেপি নেতা তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। এদিন সকালে বিজেপির মেদিনীপুর শহরে জেলা কার্যালয়ে পতাকা উত্তোলন করে একটি প্রভাত ফেরীতে অংশ নেন তিনি।

এরপর কর্মীদের সঙ্গে সামান্য বৈঠক ‌সেরে মেদিনীপুর শহর থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “ভাইপো বলছেন স্বচ্ছ ভাব মূর্তি দরকার। পিসি বলছেন কেষ্ট ছাড়া চলবে না। তাই অধীর বাবু ঠিকই বলেছেন, এ – টিম বি – টিমের লড়াই চলছে। তবে আজাদীকা অমৃত মহোৎসব থেকে ভারতবর্ষে শুদ্ধিকরণ শুরু হলো। এটা হবেই। ওনাদের নেতারা এখন উত্তেজিত হয়ে অনেক কিছু মারবেন পিটবেন বলছেন। মনে রাখবেন খালি পায়ে জুতো না পরে জামা কাপড় ছাড়াই দৌড়াতে হতে পারে। শ্রীলংকার মত অবস্থা হবে মানুষ ক্ষেপে রয়েছে। কেষ্টকে রাস্তায় যেতে দেখে কিভাবে মানুষ স্বাগত জানিয়েছে সেটা ওদের মনে রাখা দরকার। ওদের দলে এই মুহূর্তে আর কে কোথায় রয়েছে? মেদিনীপুরে তো সকাল থেকে কাউকে দেখলাম না দলের। দলীয় কার্যালয়ে পতাকা তোলার লোকটাও নেই। যা হয়েছে সরকারি কর্মসূচি।”

একই সাথে দিলীপের কটাক্ষ, “এখনই এই অবস্থা তৃণমূলের, মাত্র দুটো স্ট্রোক হয়েছে, প্রথম স্ট্রোক পার্থ দ্বিতীয় স্ট্রোক কেষ্ট, তৃতীয় স্ট্রোক হলে দল কোমায় চলে যাবে।”