জেলা

তৃণমূলের শহীদ দিবস পালন

১৯৯৩ সালের ২১শে জুলাই রাইটার্স চলো অভিযানে গুলি চালায় বামফ্রন্ট সরকার, তাতে ১৩ জন তৃণমূল সমর্থক শহীদ হন। সেই থেকে কলকাতার ধর্মতলায় তৃণমূলের ২১শে জুলাই শহীদ স্মরণ পালিত হয়ে আসে। কিন্তু গত বছর থেকে কোরোনা পরিস্থিতির কারণে জমায়েত এড়িয়ে চলার লক্ষ্যেই ভার্চুয়াল জনসভা করছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পুরুলিয়া জেলা জুড়ে পালিত হলো তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বুধবার পুরুলিয়ার বাঘমুন্ডি তৃণমূল যুব কংগ্রেসের কার্যালয়ে ব্লক তৃণমূলের যুব সভাপতি মানস মেহেতা পতাকা উত্তোলন করেন। এরপর শহীদদের স্মরণ করে তাঁদের পুষ্পার্ঘ্য প্রদান করে দিনটি পালন করেন ব্লক যুব সভাপতি সহ তৃণমূল যুব নেতা কর্মীরা। তারা পথে নেমে করোনা ভাইরাস থেকে বাঁচতে মানুষকে সচেতন করেন এবং পথ চলতি মানুষকে মাস্ক পরিয়ে দেন।

এরপর তৃণমূল কংগ্রেসের প্রথম শহীদ প্রধান সিং মুড়ার গ্রামে গিয়ে পতাকা উত্তোলন করে তাঁর আবক্ষ মূর্তিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য প্রদান করেন বীর শহীদের বৌদি জ্যোতি সিং মুড়া সহ তৃণমূলের নেতা কর্মীরা। পাশাপাশি এদিন বৃক্ষ রোপনের কর্মসূচিতেও সামিল হন বাঘমুন্ডি তৃণমূল যুব কংগ্রেস। বাঘমুন্ডি তৃণমূল যুব কংগ্রেসের শহীদ দিবস পালনে উপস্থিত ছিলেন বাঘমুন্ডি ব্লক তৃণমূলের যুব সভাপতি মানস মেহেতা, ব্লক যুব সাধারণ সম্পাদক বিষ্ণু কালিন্দী, বাঘমুন্ডি অঞ্চল যুব সভাপতি প্রসেনজিৎ মুখার্জী, বাঘমুন্ডি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নীতিশ পরামানিক সহ অন্যান্য নেতা কর্মীগণ।

বিশেষ সংবাদদাতা: সোমনাথ রায়, পুরুলিয়া