ত্রিপুরায় প্রচার কর্মসূচি চলাকালীন ফের আক্রান্ত তৃণমূল কংগ্রেস। মা নিয়ে উত্তাল ত্রিপুরার রাজ্য রাজনীতি। অভিযোগ, সাংসদ সুস্মিতা দেবের গাড়ি ভাঙচুর সহ শারীরিক নিগ্রহ করা হয়েছে।
এ বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে নপুংসক বলেন সুস্মিতা। “বিপ্লব দেব একটা হিজড়া (নপুংসক)। ব্যালটে লড়াই না করে গাড়িতে হামলা করছে”‘ এমনই মন্তব্য করেছেন সাংসদ সুস্মিতা দেব।
সুস্মিতা দেব অভিযোগ করে বলেন, শুক্রবার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনটি দলে ভাগ হয়ে ত্রিপুরার আটটি জেলায় জনসংযোগ চলছিল। আমতলী বাজারে গিয়েছিলেন তিনি ও তৃণমূল কংগ্রেস সদস্যরা। সঙ্গে ছিল মাইক্রোফোন সমেত ব্র্যান্ডেড গাড়ি। গাড়িতে বসা মাত্রই কিছু দুষ্কৃতী হামলা চালায়।
সাংসদের অভিযোগ, তার ব্যাগ কেড়ে নেওয়া হয়। ব্যাগ ফেরত নিয়ে তিনি দেখতে পান কর্মীদের দুষ্কৃতীরা মারধর করছে। আক্রান্তদের অভিযোগ, এই ঘটনার পিছনে রয়েছে বিজেপি।গোটা ঘটনার তীব্র ধিক্কার জানিয়েছেন সাংসদ। আমতলী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটির তদন্ত করে দেখছে পুলিশ।
ReplyForward |