হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে যাবেন না বলে বিজেপি নেতা তথা সাংসদ সৌমিত্র খাঁ’কে টুইটারে জানিয়ে দিলেন অভিনেতা তথা তৃণমূল কংগ্রেস সাংসদ দেব। এমনকী সৌমিত্র এবং তাঁর বর্তমান পার্টিকে শুভেচ্ছাও জানালেন তিনি।
সৌমিত্র খাঁর টুইটের জবাবে দেব লেখেন, আপনার যাত্রা এবং সাফল্য দেখে আমার গর্ব হয়। আমন্ত্রণ পেয়েও আমি ওই অনুষ্ঠানে থাকতে যোগ দিতে পারছি না, তার জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়া সত্ত্বেও আপনার প্রতি আমার ভালবাসা ও শ্রদ্ধা রয়েছে। আমাদের রাজনৈতিক মতাদর্শ আলাদা। তবে আমরা আগে একই দলে থাকার সময় যে সুন্দর সময় কাটিয়েছি, তা আমি এখনও লালন করি। আপনার এবং আপনার দলের প্রতি আমার শুভকামনা রইল।
বুধবার একটি সংবাদমাধ্যমের খবর শেয়ার করে দেবকে ট্যাগ করে সৌমিত্র খাঁ লেখেন, হলদিয়ায় মোদীর সঙ্গে একই মঞ্চে থাকবেন দেব আর শিশির অধিকারী! শোরগোল পড়ে যায় রাজ্য–রাজনীতিতে। তারপরই এভাবে মিষ্টি করে জবাব দেন দেব। তাতে উদ্দীপনা মুহূর্তে নেমে যায়। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়েই নির্বাচনী প্রচার চালাবেন বলে জানিয়ে দিয়েছেন দেব। এই মুহূর্তে তিনি তাঁর অভিনয় কেরিয়ারে আরও বেশি করে মন দিতে চান বলেও স্পষ্ট করেছেন অভিনেতা। বরাবরই সৌহার্দ্যের রাজনীতিতে বিশ্বাসী তিনি।
